নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক গৌতম রায় চৌধুরি, এস এম রেজাউল ইসলাম শামীম, মাহামুদ হোসেন,মনিরুজ্জামান নাসিম, এমএ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু ,জিয়াউল আহসান,ফসিউল ইসলাম বাচ্চু, মোস্তাফিজুর রহমান বিপ্লব, শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু, এস এম তানভীর আহমেদ, তামিম সরদার। সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ের খোঁজ নেন। এছাড়া পুলিশ যাতে সুষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন