দুস্থদের মাঝে কুরবানীর গোসত বিতরন করেছে মুসলিম এইড
পিরোজপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল। বুধবার (২১ জুলাই) কুরবানীর দিন বিকালে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল কর্তৃপক্ষ মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের অর্থায়নে এ গোশত বিতরণ করেন। এ সময় শতাধিক লোককে গোশত বিতরণ করা হয়।
বিতরণ কালে সংস্থাটির বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা বলেন, দেশব্যাপী কোভিড-১৯ অতিমারি, মৌসুমী, খাদ্যসঙ্কট, ফ্লাস ফ্লাড, নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত দরিদ্র জনগোষ্ঠী। আর্থিক সংকটের কারণে দরিদ্র জনগোষ্ঠী প্রাণীজ প্রোটিন এর নূন্যতম চাহিদা পূরণের জন্য মাংস করার সামর্থ্য রাখে না। দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতাকালে কুরবানী উৎসব তাদের কিছুটা মাংস খাওয়ার সুযোগ করে দেয়। মুসলিম এইড প্রতিবছর কুরবানী কর্মসূচির মাধ্যমে শহর-গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের কাছে পৌঁছাতে চেষ্টা করে।
হেড অফ প্রোগ্রামস্ মোঃ আব্দুর রহিম বলেন, প্রকল্পের মূল লক্ষ্য হলো ঈদের সময় দরিদ্র জনগোষ্ঠীদের কুরবানী দেওয়ার সামর্থ্য নাই। তাদের মাঝে গরুর গোশত বিতরণ করা। এবছর মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস সংস্থাটির প্রধান কার্যালয় মুসলিম এইড ইউকের থেকে কুরবানী বাবদ অর্থ বরাদ্দ পেয়েছে তা থেকে ৬৬ টি গরু বরাদ্দ দেয়া সম্ভব হয়েছে