করোনাবরিশাল বিভাগসারাদেশ

করোনা আক্রান্ত পরিবারের পাশে মঙ্গল আলোয় ফাউন্ডেশন

মঠবাড়িয়ার হলতা গুলিশাখালী ইউনিয়নের হোতখালী গ্রামের সুমন হাওলাদার নামে এক ব্যবসায়ীর একই পরিবারের ৪জন করোনায় আক্রান্ত হয়। আজ করোনায় আক্রান্ত পরিবারটির বাড়িতে গিয়েছে মঙ্গল আলোয় ফাউন্ডেশনের সেচ্ছাসেবী টিম আর তারা নিয়ে গেছেন ঝুড়ি ভর্তি বিভিন্ন রকমের তাজা ফল।

সংগঠনের প্রধান নারগিস সুলতানা জানান, বাংলাদেশ জনবহুল দেশ বেশিরভাগ মানুষ জীবিকার প্রয়োজনে ঘরে থাকতে পারছেনা আর ততটা সচেতনও না সে কারনে করোনায় আক্রান্ত হতেই পারে করোনা আক্রান্ত মানে অভিশপ্ত নয় আমি আপনি যে কেউ আক্রান্ত হতে পারি যেহেতু দেখা যাচ্ছে ৬০ থেকে ৭০ভাগ মানুষ ঘরে থেকে ডাক্তারের পরামর্শ মতো স্বাভাবিক চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে তবে সেটা বেশিরভাগ রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের রয়েছে তবে আক্রান্ত মানুষটির বেশি প্রয়োজন মনোবল শক্ত রাখা আর এই কাজটি করতে পারে সব চেয়ে বেশি তার পরিবার ও প্রতিবেশীরা। আমরা দেখেছি যে লোকটি করোনায় আক্রান্ত তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হয় সেটাকে দূর করতে আমরা সিন্ধান্ত নিয়েছি আমরা করোনা আক্রান্তদের মনবল দৃঢ় করতে কাজ করবো এই সিন্ধান্তের ধারাবাহিকতা থেকেই মঠবাড়িয়ার গুলিশাখালীর হোতখালী গ্রামে একই পরিবারের চারজন আক্রান্ত তাদের খোঁজখবর নিতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *