রাজনীতিশীর্ষ খবরসর্বশেষ

এবারো এগিয়ে জাহাঙ্গীর আলম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে আবারো এগিয়ে আছেন জাহাঙ্গীর আলম। তিনি কদমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ২য় বারের মতো নির্বাচন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, কদমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বছর নির্বাচন করে নির্বাচিত হয়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ২০২১ ইউপি নির্বাচনে তিনি আবারো ইউপি নির্বাচন করে এগিয়ে আছেন এলাকার মানুষের আশা ও ভরসার জায়গা নিয়ে। সাধারণ জনগনের আশা তিনি আবারো নির্বাচিত হলে পুরোনো দিনের ন্যায় আবারো এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি বিভিন্ন সময়ে সাধারণ সর্বশ্রেণির মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে থাকেন।

সরকারী ঘর উপকারভোগী সোনিয়া বেগম জানিয়েছেন, আমার তো ঘর বাড়ি, জায়গা জমি কিছুই ছিল না। মেম্বার আমারে একখান পাকা বাড়ি করে দিছেন। তারে সহ প্রধানমন্ত্রীরে ধন্যবাদ। আল্লাহ তাগো ভালো রাখুক।

উপকারভোগী ইব্রাহিম খান বলেন, এলাকার যেকোন সমস্যায় তাকে কাছে পাওয়া যায়। যার যেখানে প্রয়োজন তাকে সেখান থেকেই পাওয়া যায়। তিনি নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। বিভিন্ন স্থানে রাস্তা ও কালভার্ট নির্মাণ, খাল খননসহ বিভিন্ন সরকারী কাজের পাশাপাশি এলাকায় ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন।

স্থানীয় হারুন সরদার জানিয়েছেন, জাহাঙ্গীর এলাকায় নিজের অর্থায়নে অনেক মানুষের পাশে দাড়িয়েছে। বিভিন্ন সময়ে এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করেন। যার কারনে এলাকার যুবসমাজ থেকে শুরু করে স্থানীয় সকল শ্রেণির মানুষ আজ উপকৃত। তিনি আবারো নির্বাচনে নির্বাচিত হলে আমাদের এই এলাকাটি ইউনিয়নের একটি মডেল ওয়ার্ডে পরিনত হবে বলে আমি মনে করি।

কদমতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আমি মানুষের সুখে দু:খে পাশে ছিলাম এবং সব সময় থাকার চেষ্টা করি। আগামীতেও এলাকাবাসীর উন্নয়নে আমি একইভাবে কাজ করে যাবো বলে আশা করছি। আমি ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৩২টি পরিবারের মাঝে বিতরণ সম্পন্ন করেছি। আবার “খ” গ্রুপের প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২ শত ২০টি পরিবারকে ঘর দেয়ার কাজ প্রকৃয়াধীণ। আমি নির্বাচিত আবারো হলে আমি বিভিন্ন সময়ে আরো মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *