ইয়াবা সহ এক মাদকব্যাবসায়ীকে গ্রেপ্তার
মঠবাড়িয়ায় ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার এস আাই দেলোয়ার হোসাইন জসিম জানান,তার নেতৃত্রে এ,এস,আই ওয়ালিউল্লাহ,কং মনির,বাপ্পি,রেদোয়ান, সহ মঠবাড়ীয়া থানার পশ্চিম সেনেরটিকিকাটা গ্রামে অভিযান চালাইয়া একাধীক মাদক মামলার আসামী মোঃ রুবেল মৃধা (২৬), পিতাঃ মো হারেছ মৃধা, মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনেরটিকিকাটাথ থেকে আজ দুপুরে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়
আসামীর বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে।