শীর্ষ খবরসর্বশেষ

ইন্দুরকানীর দুই ডাকাত গ্রেফতার

ইন্দুরকানীর কুখ্যাত ডাকাত দে‌লোয়ার খান (৪৮) ও তার পুত্র পাশা খান (২৮) কে বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে গ্রেফতার ক‌রে‌ছে ইন্দুরকানী থানা পু‌লিশ। বুধবার দিবাগত রা‌তে ইন্দুরকানীর পা‌ড়েরহা‌টের চর গাজীপুর গ্রাম থে‌কে তা‌দের‌কে নিজ বা‌ড়ি থে‌কে গ্রেফতার ক‌রা হয়। এসময় তা‌দের ঘ‌রে তল্লা‌শি ক‌রে এক‌টি রাম দা, দু‌টি ব‌গি দা, ও দু‌টি ছোরা উদ্ধার ক‌রে পু‌লিশ। আজ বৃহস্প‌তিবার বিকা‌লে তা‌দের‌কে অস্ত্র ও পূ‌র্বের ডাকা‌তি মামলায় জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ইন্দুরকানী থানার ও‌সি মো: হুমায়ুন ক‌বির ব‌লেন, দেলোয়া‌র ও পাশার বিরু‌দ্ধে খুন, ডাকা‌তি, চু‌রিসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। সে দে‌লোয়ার ওয়া‌রেন্ট ভুক্ত আসামী। তাকে ও তার ছে‌লে পাশা‌কে গত রা‌তে বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এসময় তা‌দের ঘর থে‌কে বেশ কিছু ‌দে‌শীয় অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে। তা‌দের‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *