ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও শতাধিক পাখির ছানা হত্যার অপরাধে তিন জনের জেল
পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও শতাধিক পাখির ছানা হত্যার অপরাধে ভ্রাম্যমান আদালতে তিনজন কৃষকের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করে পিরোজপুর জেলার নির্বাহী
ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন। এসময় তিনি শনিবার বিকালেসহ
বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও পাখির ছানা
হত্যার অপরাধে কৃষক লুৎফর রহমান (৪০) ১৫ দিন, শুনীল বেপারী (৪২) ৭ দিন ও শুনীল মিস্ত্রীকে (৫৫) ৩ দিনের কারাদন্ড প্রদান করেন। বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ দন্ড প্রদান করা হয় বলে জানান ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির। তিনি আরো জানান, দন্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য,ক্ষেতের বোরো ধান খাওয়ার অপরাধে শতাধীক বাবুই পাখির ছানা হত্যা করলেন তিন কৃষক।ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন ভবানীপুর গ্রামে। স্থাণীয়রা জানান, ওই গ্রামে বোরো ধান চাষ করছেন স্থাণীয় হেমায়েত হোসেন মোল্লা সহ কিছু কৃষক । কিন্তু গত কয়েক দিন ধরে সেই জমির বোরো ধান খায় বিভিন্ন ধরনের পাখি। কিন্তু ওই জমির পাশেই দুইটি তাল গাছে রয়েছে বাবুই পাখির প্রায় শতাধিক বাসা। পাখিতে ধান খেয়েছে এতে ক্ষিপ্ত হন ক্ষেত মালিক স্থাণীয় হেমায়েত হোসেন মোল্লা। তারই নির্দেশে গত ২-৩ দিন ধরে ওই গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে ও এর ভেতর থাকা ছানাগুলো হত্যা করেন তার ছোট ভাই লুৎফর রহমান মোল্লা।শনিবার সন্ধ্যার আগে ওই জমির মালিক হোমায়েত হোসেন মোল্লার ছোট ভাই লুৎফর রহমান মোল্লারনেতৃত্বে শুনিল সহ ৩ জনে মিলে বড় একটি বাঁশ দিয়ে পিটিয়ে ওই তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে মাটিতে ফেলে দেন। এসময় ওই সব বাসায় থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা। এ ছাড়া কিছু ছানা মেরে পাশের খালে ফেলে দেন।
শেখ মারুফুল ইসলাম
০১৭১২৬৩১১৫৪