জাতীয়বরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষ

অপরাধ দমনে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মঠবাড়িয়ার ওসি নুরুল ইসলাম বাদল

অপরাধ নিয়ন্ত্রণে বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদঘাটন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনে কাজ করে যাওয়ায় ও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসিক অপরাধ পর্যালোচনায় (সিআইএমএস) কার্যক্রম পরিচালনাকারী হিসেবে বরিশাল রেঞ্জের মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কর্মকর্তাকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সভায় রেঞ্জ পুলিশের কর্মকর্তারা ও সব জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *